তুর্কি জাহাজে হামলা: এক নাবিক নিহত, অপহৃত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

তুর্কি জাহাজে হামলা
ছবি : সংগৃহীত

তুরস্কের একটি জাহাজে আক্রমণ করেছে জলদস্যুরা। তারা একজনকে হত্যা করেছে এবং আরও ১৫ জনকে অপহরণ করেছে। নিহত নাবিক আজারবাইজানের নাগরিক। শনিবার গভীর রাতে গিনি উপকূলে এই ঘটনা ঘটেছে।

এমভি মোজার্ট নামের জাহাজটি নাইজেরিয়ার লাগোস থেকে দক্ষিণ আফ্রিকা কেপটাউনে যাচ্ছিল। আফ্রিকার দ্বীপ দেশ সাও টোমের উত্তর-পশ্চিমে ১০০ সমুদ্র মাইল অবধি যাত্রা করেছিল, তখনই নাইজেরিয়ান জলদস্যুরা জাহাজে আক্রমণ করে।

universel cardiac hospital

প্রাথমিক রিপোর্টের বরাত দিয়ে ডেইলি সাবাহ জানিয়েছে, জাহাজে থাকা ১৯ নাবিকের মধ্যে ১৫ জনকে অপহরণ করা হয়েছে। এছাড়া ফারমান ইসমাইলোভ নামের এক আজারবাইজানি প্রকৌশলীকে হত্যা করা হয়েছে।

খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার জলদস্যুরা মুক্তিপণের বিষয়ে আলোচনার জন্য অপেক্ষা করছে।

নাইজেরিয়া এবং গিনি উপসাগরে অপহরণ এবং মুক্তিপণের জন্য জলদস্যুতার ঘটনা অহরহ ঘটে। ২০১০ সালে একটি তুর্কি কার্গো জাহাজ নাইজেরিয়ান জলদস্যুদের দ্বারা আক্রমণ করা হয়েছিল এবং ১০ নাবিককে অপহরণ করা হয়েছিল। পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

শেয়ার করুন