ট্রাম্প নির্বাচনের ফল পাল্টে দিতে বলেছিলেন সুপ্রিমকোর্টকে

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সদ্য সাবেক প্রেসিডেন্ট মার্কিন নির্বাচনের ফল পাল্টে দিতে বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ করেছেন বলে স্থানীয় গণমাধ্যমের এক রিপোর্টে জানা গেছে।

জো বাইডেনের জয়ের ফল পাল্টে দিতে তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দিয়ে অন্য কাউকে ওই পদে নিযুক্ত করতে চেয়েছিলেন। খবর রয়টার্সের।

universel cardiac hospital

মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে শনিবার এ খবর প্রকাশ করে। 

প্রতিবেদনে আরও বলা হয়, তখন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেফরি রোজেনকে এ ব্যাপারে চাপ দেওয়া হলে আইন মন্ত্রণালয়ের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগের হুমকি দেন ট্রাম্প প্রশাসনকে।

হোয়াইট হাউসের কর্মকর্তা প্যাট সিপলোন এবং সহকর্মী ফিলবিলও তখন ট্রাম্পের ওই পরিকল্পনার বিরোধিতা করেন।

মার্কিন আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পদত্যাগের হুমকির পর ট্রাম্প ওই পরিকল্পনা থেকে ফিরে আসেন। পরে এ নিয়ে নিউইয়র্ক টাইমসে খবর প্রকাশিত হলে ট্রাম্পের ওই পরিকল্পনার কথা জানাজানি হয়ে যায়।

অনেক নাটকীয়তার পর অবশেষে হোয়াইট হাউস ছাড়তে বাধ্য হন ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন