জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে, কুমিল্লা সেনানিবাসের ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৩৩ বীর—এর সমন্বয়ে আজ সোমবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১’ এর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শুভ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
পরে স্থানীয় সংসদ সদস্য স্টেডিয়াম থেকে ৫ কিলোমিটারব্যাপী ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন। ম্যারাথনে অংশ নেওয়া প্রায় আড়াই হাজার প্রতিযোগী নিজেরাই মোবাইল অ্যাপসের মাধ্যমে বিষয়টি পর্যবেক্ষণ করবেন।