ক্ষমতা ও ইতিহাসের বিচার

মোকতাদির চৌধুরী এমপি
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ক্ষমতা যেমন চিরস্থায়ী নয়, ইতিহাসও তেমনি নির্মম, নিষ্ঠুর। যতদিন ক্ষমতা থাকবে, ততদিন ক্ষমতার দাপট দেখিয়ে যেমন চলতে পারবেন, তেমনি ক্ষমতাকে আপনি মানুষের কল্যাণেও ব্যবহার করতে পারবেন। ক্ষমতার চোখ অন্ধ হয়। আর সেজন্যই ক্ষমতায় থাকলে সবকিছুই ভাল মনে হয়। কিন্তু ক্ষমতায় থেকে ভাল-মন্দ বিচার করে চলতে পারলে ইতিহাসের বিচারে একজন উৎরে যায়।

আকবর এবং আওরঙ্গঁজেব ইতিহাসের দুই উল্লেখযোগ্য চরিত্র। আকবরকে ইতিহাস বলছে_ মহান মোঘল সম্রাট। অন্যদিকে আওরঙ্গঁজেব এমন এক বিজয়ী বীর ছিলেন, যার বিজয়ের স্রোতের নিম্নে বহমান ছিল মোঘল সাম্রাজ্যের পতন। ধর্মের ধবজধারী এই মোঘল সম্রাট ইতিহাসে তাঁর নিষ্ঠুরতা, পিতৃ বিদ্বেষ, ক্ষমতার লোভ, আর বিভাজন নীতির জন্য কুখ্যাতি অর্জন করেছেন। তাঁর এই নীতি মোঘল সাম্রাজ্যের পতন ডেকে এনেছিল।

শেয়ার করুন