দিল্লির বৈঠকে মোদির বাংলাদেশ সফর নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি। ফাইল ছবি

আগামী মার্চে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ বিষয়ে আজ শুক্রবার নয়া দিল্লিতে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

universel cardiac hospital

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সহযোগিতার সম্পর্ক জোরদারে উভয়পক্ষ সম্মত হয়েছে। বৈঠকে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এছাড়া দুই দেশের মধ্যে কোভিড-১৯ মোকাবিলা, বাণিজ্য, কানেক্টিটিভিটি, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ-জ্বালানি, পানি বণ্টন, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতার পাশাপাশি সীমান্ত সুরক্ষা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে ভারতের ঋণ চুক্তির (এলওসি) দ্রুত বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করেছে উভয়পক্ষ। প্রথম বৈঠকের মাধ্যমে উচ্চ পর্যায়ের উন্নয়ন অংশীদারিত্ব মেকানিজমের কার্যক্রম শুরুর ব্যাপারে সন্তোষ প্রকাশ করে তহবিলের ব্যবহার বৃদ্ধি এবং অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার ওপর গুরুত্ব দিয়েছে উভয়পক্ষ।

চার দিনের সফরে বৃহস্পতিবার ভারতের রাজধানী নয়া দিল্লি গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্ত করতেই মূলত তিনি দিল্লি­ যান।

গত বছর বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদির যোগ দেয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি। এবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে। তবে সবকিছু নির্ভর করবে করোনাভাইরাস পরিস্থিতির ওপর।

শেয়ার করুন