স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানের সঙ্গে যুদ্ধ: চীন

আন্তর্জাতিক ডেস্ক

তাইওয়ান
ফাইল ছবি

চীন জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করলেই যুদ্ধ মোকাবেলা করতে হবে তাইওয়ানকে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, তাইওয়ান আগুন নিয়ে খেলছে, আমরা তাদের সতর্ক করতে চাই।  এ আগুন তাদের পুড়িয়ে ছারখার করে দেবে। তাইওয়ানের স্বাধীনতা মানেই হচ্ছে যুদ্ধ। খবর বিবিসির।

universel cardiac hospital

তাইওয়ান সীমান্তে চীনের সাম্প্রতিক সামরিক উপস্থিতির মধ্যেই দেশটিকে কড়া হুশিয়ারি দিল চীন। তবে তাইওয়ান এ হুমকির নিন্দা জানিয়েছে। ১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে।

চীন মনে করে, তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তিপ্রয়োগের আশঙ্কার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং।

তাইওয়ান সীমান্তের কাছে চীনের বিমানবাহিনীর সাম্প্রতিক মহড়া প্রসঙ্গে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান সংবাদ বিফ্রিংয়ে বলেছেন, তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেছেন, তাইওয়ান প্রণালিতে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও চীনের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেই সেখানে চীনের পিপলস লিবারেশন আর্মির এসব কর্মকাণ্ড।

শেয়ার করুন