কক্সবাজারে চাঁদা না দেয়ায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

চাঁদা না দেয়ায় কক্সবাজার শহরে সাহাব উদ্দীন (৩৮) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের সাবমেরিন ক্যাবল স্টেশন সংলগ্ন ফরেস্টের গলিতে নিহতের নিজ বাসার গেটের সামনে এ ঘটনা ঘটে।

universel cardiac hospital

নিহত সাহাব উদ্দীন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকাপল্লী এলাকার মৃত গুরা মিয়ার ছেলে। তিনি ওই এলাকায় চায়ের দোকান চালাতেন।

নিহত শাহাবুদ্দিনের ভাই দক্ষিণ সাহিত্যিকাপল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির বলেন, বেশ কিছুদিন ধরে একটি সন্ত্রাসী গ্রুপ আমার ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহতের ছেলে আরমান হোসেনের দাবি, শহরের চিহ্নিত সন্ত্রাসী ও ডজন মামলার পলাতক আসামি আশুআলী, সরোয়ার, রায়হান, বাবু, বাহাদুর, আতিকসহ অজ্ঞাত সাত-আটজন তার বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে।

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর মধ্যে নিহতের পরিবার ও স্থানীয়দের মাধ্যমে হত্যার সঙ্গে জড়িত দুজনের নাম আমরা পেয়েছি।

ওসি আরও জানান, নিহতের পরিবারের কাছ থেকে জড়িতদের ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন