মার্চে বাংলাদেশ সফরে আসছে প্রোটিয়া ইমার্জিং নারী দল

ক্রীড়া প্রতিবেদক

প্রোটিয়া ইমার্জিং নারী দল
ফাইল ছবি

মার্চের ২৫ তারিখে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। তাদের এই সফরে থাকছে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। সবকটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ইতোমধ্যেই ওয়ানডে ম্যাচের সূচি প্রকাশ করা হয়ে গেছে। সিরিজে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। একদিন পর ৬ তারিখে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ম্যাচ যথাক্রমে অনুষ্ঠিত হবে ৮, ১১ এবং ১৩ তারিখে। প্রতিটি ম্যাচই সকাল সাড়ে ৯টায় শুরু হবে।

universel cardiac hospital

বাংলাদেশে সফরে এসে দুই সপ্তাহের মধ্যে মোট তিনবার কোভিড-১৯ টেস্ট দিতে হবে প্রোটিয়া দলকে। বিসিবির ওমেন্স উইং পরিচালনা বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ এক সাক্ষাৎকারে জানান, ‘সফরকারী দলের সঙ্গে খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। সেখানে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও খেলবে। পাশাপাশি নতুন কিছু ক্রিকেটারকে দেখার সুযোগ পাব আমরা।’

শেয়ার করুন