সিলেটের মাইজগাঁও রেলস্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ডিজেলবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। মাইজগাঁও রেলস্টেশনের কাছাকাছি আসার পর ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে লাইনটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
লাইনচ্যুতির পর ওই স্থানে ট্যাঙ্ক লরিতে থাকা জ্বালানি তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয়রা বালতিসহ নানা পাত্রে করে সেই তেল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন।
রাত দুইটার দিকে একটি বাহিনী ঘটনাস্থলে গেলেও এখনো রিলিফ ট্রেনে পৌঁছতে পারেনি। লাইনটি দুমড়েমুচড়ে যাওয়ায় রিলিফ ট্রেনের পৌঁছতে সময় লাগছে। কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা বলতে পারছেন না কেউ।
কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি।
দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে।