মুক্তির অপেক্ষায় তারিক আনামের দুই ছবি

বিনোদন প্রতিবেদক

তারিক আনাম
তারিক আনাম। ফাইল ছবি

মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান অভিনীত দুই ছবি। এগুলো হলো নুরুল আলম আতিকের পরিচালনায় নির্মিত ‘পেয়ারার সুবাস’ এবং অনন্য মামুনের ‘মেকআপ’।

ছবি দুটি প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘ছবি দুটি দুই ধরনের গল্পে তৈরি। আমি চরিত্রের গুরুত্ব বুঝেই অভিনয় করি। যার কারণে দর্শকও আমার অভিনয়কে উৎসাহিত করেন। ছবি দুটি মুক্তি পেলে দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন। আমি মনে করছি ছবি দুটি উপভোগ্য হবে।’

বর্তমানে তিনি ‘গাঙচিল’, ‘যদি কিন্তু তবুও’ নামে দুটির ছবির কাজ করছেন। হাতে আছে ‘গাঙকুমারী’ নামে আরও একটি ছবি।

শেয়ার করুন