তুরস্ক ২০২৩ সালের মধ্যে চাঁদে পা রাখবে : এরদোগান

তুরস্ক প্রতিনিধি

এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। ফাইল ছবি

তুরস্ক ২০২৩ সালের মধ্যে চাঁদের দেশে পা রাখার ঘোষণা দিয়েছে। দেশটির ন্যাশনাল স্পেস প্রোগ্রামের উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  খবর ডেইলি সাবাহর।

এরদোগান বলেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে ২০২৩ সালের মধ্যে চাঁদের দেশে পা রাখা। তুরস্কের জন্মশতবার্ষিকীতে আশার বিশ্বাস আমাদের প্রকৌশলীরা এই মিশন বাস্তবায়নে সক্ষম হবে।

universel cardiac hospital

তিনি জানান, আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মঙ্গলে একটি স্পেসপোর্ট নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করবে তুরস্ক।

‘পরবর্তী প্রজন্মের সেটেলাইট উন্নয়নে একটি বৈশ্বিক ব্র্যান্ড তৈরিতে কাজ করার তুরস্কের দ্বিতীয় লক্ষ্য।’ 

তুরস্কের প্রেসিডেন্ট জানান, চাঁদের দেশে নাগরিক পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে তার দেশ।

জিয়াসহ বঙ্গবন্ধুর ৪ খুনির ‘মুক্তিযোদ্ধা খেতাব’ বাতিলের সিদ্ধান্ত

দেশীয় প্রযুক্তিতে তৈরি তুরস্কের প্রথম স্যাটেলাইট আইএমইসিই। এটি তুরস্কের সামরিক ও বেসামরিক উদ্দেশ্য হাসিলে ভূমিকা রাখবে।দেশটির প্রযুক্তি, প্রতিরক্ষা ও যোগাযোগ মন্ত্রণালয়ের উদ্যোগে এটি তৈরি করা হয়েছে।

শেয়ার করুন