ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৯

ঝিনাইদহ প্রতিনিধি

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও পাশের গ্রামের মানুষেরা উদ্ধার অভিযানে অংশ নেন। বাসটি উল্টে যাওয়ার কারণে প্রায় দেড় ঘণ্টা যশোর-কালীগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মিয়া নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকালে যশোর-কালীগঞ্জ সড়কের বারোবাজার তেল পাম্পের কাছে এমকে পরিবহনের বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত ও ২০ জন আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজের খোঁজখবর নেন। বিকাল ৪টার দিকে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন