তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৯

আন্তর্জাতিক ডেস্ক

তামিলনাডুতে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত ১১

ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শনিবার নিহত বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির ওই কারখানায় শুক্রবার একটি বিস্ফোরণ থেকে আগুন লাগলে ওই প্রাণহানির ঘটনা ঘটে। খবর ইয়েনি সাফাকের।

universel cardiac hospital

কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানাটিতে ৪৭ জন আটকা পড়েন। এদের মধ্যে বেশ কয়েকজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে বিরুদ্ধনগরের কারখানাটিতে শুক্রবার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন