শেয়ারবাজার: সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। লেনদেন শুরুর এক ঘণ্টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৭৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট সামান্য বেড়ে অবস্থান করছে এক হাজার ২৩৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক সামান্য পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১১ পয়েন্টে।

রবিবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩২০ কোটি ৭৪ লাখ ৫৯ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির। দর কমেছে ১৩৩টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির দর।

অন্যদিকে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টির। কমছে ৫৫টির। আর দর অপরিবর্তিত আছে ১৮টি কোম্পানির।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৯২ লাখ ৩৮ হাজার ৪১৬ টাকা।

শেয়ার করুন