যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ভয়াবহ হামলার ঘটনায় অভিশংসিত হলেও সিনেট থেকে এবারও রেহাই পেলেন দেশটির সদ্য-সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পকে দোষী সাব্যস্ত করতে হলে সিনেটের দুই তৃতীয়াংশ সদস্যের (৬৭) সমর্থন প্রয়োজন ছিল। কিন্তু শনিবার ভোটাভুটিতে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দেন মাত্র ৫৭ জন। বিপক্ষে ভোট দেন ৪৩ জন।
ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে গত ১৩ জানুয়ারি ট্রাম্পকে অভিশংসিত করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসিত হয়েছেন।
২০১৯ সালে একবার ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসিত হন ট্রাম্প। তবে তখনও সিনেটে ভোটাভুটিতে রক্ষা পান তিনি।
এদিকে সিনেটের ভোটাভুটি শেষ হওয়ার পরপরই বিবৃতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি বলেন, আমার ‘অভিযাত্রা চলবে’।