করোনার টিকা নিলেন আলমগীর ও রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক

আলমগীর ও রুনা লায়লা
ফাইল ছবি

করোনার টিকা গ্রহণে সাধারণ মানুষের মতো বিনোদন জগতের তারকারাও আগ্রহী হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার টিকা নিলেন চিত্রনায়ক আলমগীর ও সংগীত তারকা রুনা লায়লা।

১৪ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের  ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনার টিকা নেন তারা। তাদের সঙ্গে পরিবারের সদস্যসহ আরও কয়েকজন টিকা নিয়েছেন।

টিকা গ্রহণ শেষে রুনা লায়লা বলেন, ‘টিকা দেওয়ার সিস্টেমটা বেশ ভালো ছিল। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিয়েছি। টিকা নিয়ে ভয়ের কিছু নাই। সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের পুরো পরিবার এবং স্টাফসহ নয়জন টিকা নিয়েছি।’

দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেয়া শুরু হলে শুরুতেই সংসদ সদস্য ও অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা টিকা নিয়েছিলেন। সুবর্ণার টিকা নেয়ার পরদিন নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর টিকা নেন। এরপর বিনোদন জগতের তারকা মামুনুর রশীদ, তারিক আনাম খান, নিমা রহমান, ব্যান্ড শিল্পী জেমস, শাবনাজ, নাঈমসহ অনেকের টিকা নেয়ার খবর জানা যায়। 

শেয়ার করুন