দ্বিতীয় চালানে আসবে ৫০ লাখ টিকা : স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিবেদক

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা। ফাইল ছবি

করোনার টিকার দ্বিতীয় চালান চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার সচিবালয়ে একথা জানিয়েছেন সচিব আব্দুল মান্নান।

universel cardiac hospital

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত ১৩লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। প্রথম দফায় আসা ৭০ লাখ টিকা দিয়ে চলছে এই কর্মসূচি।

স্বাস্থ্য সচিব বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা আবার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না।

পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে চান জানিয়ে সচিব বলেন, সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেয়া হচ্ছে।

শেয়ার করুন