করোনা ভাইরাস মহামারির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অন্যান্য দেশের তুলনায় দেশটিতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। এরই মধ্যে গণ-টিকাদান শুরু হলেও করোনার প্রকোপ সেই অনুযায়ী কমেনি। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখে পৌঁছেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৩৯৮ জন এবং একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৭ জনের।
বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৩ লাখ ৮১ হাজার ২২০ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯১ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৩৭ হাজার ১০৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ হাজার ১১১ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ২৮ হাজার ৩৫৮ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ কোটি ৪৮ লাখ ৩৭ হাজার ৩৮ জন।