ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আবারও কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার আইপিএলের ১৪তম আসরের নিলামে তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ভিড়িয়েছে কলকাতা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ৭০ লাখ টাকা।
এর আগে কলকাতার হয়ে সাকিব দুইবার শিরোপা জিতেছেন। মাঝে খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। সাকিবের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। তার নাম নিলামে ওঠার পর শুরুতে আগ্রহ দেখায় কলকাতা।
এরপর ২ কোটি ২০ লাখ রুপিতে আগ্রহ দেখায় কিংস ইলেভেন পাঞ্জাব। এরপর কলকাতা রাজি হয় ২ কোটি ৪০ লাখ রুপিতে। পরে পাঞ্জাব আবার সাকিবকে নিতে চায় ২ কোটি ৬০ লাখ রুপিতে। শেষমেশ ৩ কোটি ৪০ রুপিতে সাকিবকে পায় কলকাতা।
নিলামে কলকাতা তাদের প্রথম খেলোয়াড় হিসাবে সাকিবকে দলে ভেড়ায়। সাত কোটি রুপিতে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ১৪ কোটি ২৫ লাখ রুপিতে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।