একশ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর ড্রাফটে নাম এসেছে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবালের। ইংল্যান্ডের ঘরোয়া এই টুর্নামেন্টে গতবারও ছিলেন তারা। তবে করোনার কারণে সেবার আসরটিই মাঠে গড়াতে পারেনি।
ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের সেরা ক্যাটাগরিতেই আছেন সাকিব-তামিম। তাদের সঙ্গে এই ক্যাটাগরিতে আছেন বাবর আজম, কুইন্টন ডি কক, কাইরন পোলার্ড, নিকোলাস পুরান, ডেভিড ওয়ার্নার, কাগিসো রাবাদার মতো টি-টোয়েন্টির বড় তারকারা।
ড্রাফট থেকে এবার দল পাবেন মোট ৩৫ জন ক্রিকেটার। ২৮ জন থাকবেন স্থানীয় কোটায়, ৭ জন বিদেশি কোটায়। বিদেশি কোটার জন্য নাম লিখিয়েছেন ২৫২ জন ক্রিকেটার।
আগামী সোমবার ড্রাফট অনুষ্ঠানটি হবে। করোনার কারণে এই অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। পরদিনই অর্থাৎ মঙ্গলবার জানিয়ে দেয়া হবে দল পাওয়া ক্রিকেটারদের নাম।
গতবার বেশ জমজমাট প্লেয়ার ড্রাফট হলেও করোনার কারণে টুর্নামেন্টটি শুরু করা যায়নি। প্রথম আসরেই ধাক্কা খাওয়া আলোচিত এই একশ বলের টুর্নামেন্ট এবার মাঠে গড়ানোর কথা জুলাইয়ে।