সারাদেশে করোনার টিকা নিয়েছেন প্রায় ২১ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকা
ফাইল ছবি

দেশব্যাপী চলমান করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় টিকা নিয়েছেন প্রায় ২১ লাখ নাগরিক। আজ শনিবার পর্যন্ত সারাদেশে মোট টিকাগ্রহণ করেছেন ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন। তাদের মধ্যে পুরুষ ১৩ লাখ ৭৮ হাজার ৯৩৫ জন ও নারী ৭ লাখ ৩ হাজার ৯৪২ জন। টিকা গ্রহীতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৫৭৮ জন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

universel cardiac hospital

রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য স্থাপনা কেন্দ্রে আজ সর্বমোট ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জন টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ২৮০ জন ও ৮৯ হাজার ২৮৪ জন নারী। বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন করেছেন ৪১ জন।

গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে (করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন) করেন। এর পরদিন ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচটি সরকারি হাসপাতাল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল ও বিএসএমএমইউতে পরীক্ষামূলকভাবে ৫৪১ জনকে টিকা দেয়া হয়। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, টিকাগ্রহণকারী ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ লাখ ৮৮ হাজার ৮৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ হাজার ৩২২ জন, চট্টগ্রাম বিভাগে ৪ লাখ ৭৩ হাজার ১৬৪ জন, রাজশাহী বিভাগে ২ লাখ ৪০ হাজার ২৬২ জন, রংপুর বিভাগে ১ লাখ ৯৪ হাজার ৬৭ জন, খুলনা বিভাগে ২ লাখ ৪৪ হাজার ১৭১ জন, বরিশাল বিভাগে ১ লাখ ১ হাজার ৫৩৭ জন এবং সিলেট বিভাগে ১ লাখ ৪৭ হাজার ৫১২ জন করোনাভাইরাসের টিকা নেন।

গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, টিকাগ্রহণকারী ২ লাখ ৩৪ হাজার ৫৬৪ জনের মধ্যে ঢাকায় ৬৯ হাজার ৮৫৯ জন, ময়মনসিংহে ১০ হাজার ৪৬ জন, চট্টগ্রামে ৫৩ হাজার ৬৩৪ জন, রাজশাহীতে ২৭ হাজার ২৪৭ জন, রংপুরে ২১ হাজার ২৮৪ জন, খুলনায় ২৮ হাজার ৩৫৫ জন, বরিশালে ১০ হাজার ২৮৮ জন এবং সিলেট বিভাগে ১৩ হাজার ৮৫১ জন টিকা নিয়েছেন।

শেয়ার করুন