রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি সংস্থাটি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, রোববার বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সূত্রপাত কীভাবে সে সম্পর্কে তারা এখনো কিছু জানতে পারেননি।
এর আগে কুমিল্লা পট্টিতে বেলা তিনটা ২০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বেশ কিছু কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।