দেড় ঘন্টায় ডিএসইতে লেনদেন ১৮৯ কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ার বাজার
ফাইল ছবি

সূচকের পতনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন চলছে। সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরুর পর থেকে ১ ঘণ্টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১৮৯ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৩৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৮৪ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১৮৯ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টি কোম্পানির। কমেছে ১৬৭টির। অপরিবর্তিত রয়েছে ৮০টি কোম্পানির দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্র প্রবণতায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। প্রথম কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৮টির। কমছে ৫৭টির। আর দর অপরিবর্তিত আছে ২১টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে সাত কোটি ২৬ লাখ ৬৮ হাজার ২৫৬ টাকা।

শেয়ার করুন