সূচকের পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক

শেয়ারবাজারে দরপতন
ফাইল ছবি

সূচকের পতনে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকে এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৯৩ কোটি টাকা। এই সময়ে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩৭১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৪৩ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ১৯৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৩টি কোম্পানির। কমেছে ৮৭টির। অপরিবর্তিত রয়েছে ৮৮টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দ্বিতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির। কমছে ২৭টির। আর দর অপরিবর্তিত আছে ২০টি কোম্পানির শেয়ারের।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে চার কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ২২০ টাকা।

শেয়ার করুন