ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার মিছিলে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারণায় বের হওয়া নৌকার মিছিলে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় গুরুতর জখম হয়েছে ছাত্রলীগের এক নেতা ৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার পাইকপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে৷

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহর নেতৃত্বে ২নং ওয়ার্ড থেকে মিছিল চলাকালীন হঠাৎ বিস্ফোরিত শব্দে চমকে ওঠেন সবাই। এসময় দেখা ‌যায় আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন একজন। আহত ছাত্রলীগ নেতা সাব্বিরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মাসুম বিল্লাহ বলেন ,নৌকার মিছিল মেড্ডা থেকে পাইকপাড়া চার রাস্তার মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একপাশ থেকে কয়েকজন বোমা ছুড়তে থাকে।দুইটি বোমা বিস্ফোরণ হয়েছে। আমরা কিছু বুঝে উঠার আগেই তারা পালিয়ে যায়। এই বোমা হামলায় আমাদের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে।

তিনি আরও বলেন,আমাদের মিছিলে বোমা ছুঁড়েছে পৌর নির্বাচনে সতন্ত্র মেয়রপ্রার্থী মাহমুদুল হক ভূইয়ার লোকজন ।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে ২টি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার করা হয়েছে। কারা মিছিলের মধ্যে বোমা হামলা করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি ৷

শেয়ার করুন