কাদের মির্জার বক্তব্যের সত্যাসত্য যাচাই হওয়া উচিৎ

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

মোকতাদির চৌধুরী এমপি
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

আমাদের পথ চলা ক্রমেই জটিল হয়ে আসছে। জনাব কাদের মির্জা তথা মির্জা কাদের যা বলেছেন, তা খুবই গুরুত্ববহ। তিনি শুধু একটি পৌরসভার নির্বাচিত মেয়র নন। নৌকা মার্কার মেয়র। তার চেয়েও বড় কথা, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ততোধিক শক্তিশালী ছোট ভাই। তিনি নেত্রীকে, শেখ হাসিনাকে, উদ্দেশ্য করে যা বলেছেন যা, এখন ইউটিউব এ ব্যাপকভাবে প্রচারিত, হাজারে লাখে লোকজন দেখছে এবং শুনছে তা, কতটা যথার্থ।

কাদের মির্জার বক্তব্যের সত্যাসত্য যাচাই হওয়া উচিৎ। দলের পক্ষে, সরকারের পক্ষে, এমনকি রাষ্ট্রের পক্ষেও কথাগুলো যাচাই-বাছাই হওয়া প্রয়োজন। প্রয়োজন রাষ্ট্রের স্বার্থে, সরকারের স্বার্থে এবং দলের স্বার্থে।

universel cardiac hospital

মনে রাখতে হবে কেউই আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু দেখে শুনে মনে হচ্ছে কেউ কেউ আইনের ঊর্ধ্বে, এমনকি দলীয় শৃংখলারও ঊর্ধ্বে। তাই নোয়াখালী এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কর্মপদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিতে আমরা নেত্রীর প্রতি জোর আহবান রাখছি।

শেয়ার করুন