মোহামেডানে পদের তিনগুণ মনোনয়নপত্র বিক্রি

ক্রীড়া প্রতিবেদক

মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফাইল ছবি

আগামী ৬ মার্চ অনুষ্ঠিতব্য মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নির্বাচনে পদের চেয়ে তিনগুণের বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বুধ ও বৃহস্পতিবার নির্ধারিত সময়ে সভাপতি পদে তিনটি এবং ১৬টি পরিচালক পদের জন্য ৫১টি মনোনয়নপত্র ক্রয় করেছেন ক্লাবের সদস্যরা।

প্রথমদিন বিক্রি হয়েছিল পরিচালক পদে ১০টি মনোনয়নপত্র। বৃহস্পতিবার শেষদিন সভাপতি পদে তিনটি এবং পরিচালক পদে আরও ৪১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

universel cardiac hospital

পর্ষদের ১৭ পদের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ৫৪টি। এর মধ্যে কাজী ফিরোজ রশীদ দুই পদের (সভাপতি ও পরিচালক) জন্য মনোনয়নপত্র ক্রয় করেছেন।

শেষদিনে সভাপতি পদে যে তিনজন মনোনয়নপত্র ক্রয় করেছেন, তারা হলেন- সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) মো. আবদুল মুবীন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম।

আগামী ১ মার্চ মনোনয়নপত্র জমার দিন ধার্য আছে। ৩ মার্চ বাছাই ও প্রার্থীতা প্রত্যাহার। ৪ মার্চ প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ৬ মার্চ দুপুর ২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিকুঞ্জ-২ এ অবস্থিত লা মেরিডিয়ান হোটেলে মোহামেডানের পরিচালক পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

যারা মনোনয়নপত্র ক্রয় করলেন


সভাপতি পদে
মোহাম্মদ ওবায়দুল করিম, কাজী ফিরোজ রশীদ এমপি, জেনারেল (অব.) মো. আব্দুল মুবীন।

পরিচালক পদে
মো. জাকারিয়া পিন্টু, মাসুদুজ্জামান, মো. হানিফ ভুইয়া, তরফদার মো. রুহুল আমীন, আবু হাসান চৌধুরী প্রিন্স, সাজেদ এ এ আদেল, কামরুন নাহার ডানা, মো. ছাইদ হাছান কানন, সারওয়ার হোসেন, মো.আব্দুর রব মাহবুব, খোজেস্তা-নুর-ই-নাহরিন, প্রতাপ শংকর হাজরা, জামাল রানা, কাজী ফিরোজ রশীদ এমপি, শরীফুল আলম, দাতো মো. ইকরামুল হক, এ. জি. এম সাব্বির, এম.এ সালাম, মো. মোস্তাকুর রহমান, মো. লোকমান হোসেন ভুঁইয়া, প্রকৌশলী শেখ মো. শোয়েব উদ্দীন, মো. রাফেউজ্জামান, মাহবুব উল আনাম, প্রকৌশলী গোলাম মো. আলমগীর, আব্দুল লতিফ জনি, প্রকৌশলী কবির আহমদ ভুঁইয়া, মইন উদ্দিন হাসান রসিদ, মো. মঞ্জুর আলম, মোস্তফা কামাল, হাজী আবু সায়েম শাহিন, শওকত আজিজ রাসেল, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, মো. ইমতিয়াজ সুলতান জনি, মো.ফজলুর রহমান বাবুল, রুম্মান বিন ওয়ালী সাব্বির, রেজাউল করিম, ডা. মো. মতিউর রহমান, মো. ফেরদাউস জামান, মো. আশরাফুল আলম, আরিফুল হক প্রিন্স, সঞ্জয় রায়, এ. কে এম মমিনুল হক সাঈদ, আব্দুস সালাম মুর্শেদী এমপি, শফিকুল ইসলাম মহিউদ্দিন এমপি, সিদ্দিকুর রহমান, ফারুক হাসান, চৌধুরী নাফিস সরাফত, সালমান ওবায়দুল করিম, আনোয়ারুল হক হেলাল, খন্দকার জামিল উদ্দিন এবং হারুনুর রশিদ।

শেয়ার করুন