মুম্বাইয়ের ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। লাল বেনারসি, ওড়না ও ঐতিহ্যবাহী গয়না পরে ১৫ ফেব্রুয়ারি বিয়ে করেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’ খ্যাত এ অভিনেত্রী।
নিজের বিয়ে নিয়ে এতদিন কোনো মন্তব্য না করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস দিয়েছেন দিয়া।
স্ট্যাটাসের সঙ্গে নতুন বরের সঙ্গে তোলা একটি ছবিও আপলোড করেছেন।
দিয়া বলেন, ‘অতীত যতই কঠিন হোক না কেন, নতুন করে আরও একবার তোমায় শুরু করতে হবে।’ গৌতম বুদ্ধকে কোট করেই নিজের মত প্রকাশ করেন বলিউডের এ অভিনেত্রী।
২০১৪ সালে প্রেমিক সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। শেষমেশ দাম্পত্য টেকেনি তাদের। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন তারা।
আপাতত দিয়া ব্যস্ত তেলেগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শ্যুটিং নিয়ে। গত বছর তাপসী পান্নুর ‘থাপ্পড়’ ছবিতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।