কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

লেখক মুশতাক আহমেদ

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের (৫৩) মৃত্যুর ঘটনায় তদন্তে একটি কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।

কারাবন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ক্ষেত্রে তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল কিনা- তা খতিয়ে দেখে দুই সদস্যের এই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

গাজীপুরের ডিসি এস এম তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চত করে জানান, মুশতাক আহমেদের মৃত্যুর আগে তার চিকিৎসায় কারো কোনো অবহেলা আছে কি-না মূলত তা খতিয়ে দেখতেই আভ্যন্তরীণভাবে এ কমিটি করা হয়েছে।

এছাড়া তার মৃত্যুতে অন্য কোনো কারণ আছে কি-না এর প্রতিবেদন পাওয়ার পর বিশেষজ্ঞরা জানাবেন।

শেয়ার করুন