রাষ্ট্র কি সরকারে, দল কি সরকারে বিলীন হয়ে যাচ্ছে? ক্রমশই যেন গণতান্ত্রিকতা আর সুশাসন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে। অথচ আমরা সবাই জানি যে, রাষ্ট্র, সরকার ও দল আলাদা আলাদা সংগঠন। এই সংগঠনগুলির স্বতন্ত্র অস্তিত্বই গণতন্ত্রকে নিশ্চিত করতে পারে। অনুরূপ আইনের শাসনই পারে সুশাসন নিশ্চিত করতে। আইনের শাসন নিশ্চিত করতে রাষ্ট্রের অবস্থানকে সুদৃঢ় করতে হবে। কিন্তু সবই যদি একাকার হয়ে যায়, তা হলে রাষ্ট্রের হাল আর দলের হাল নাজুক হতে বাধ্য।
এমনটা হলে একদিন আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাই মুখ থুবরে পড়তে বাধ্য। প্রশ্ন হচ্ছে আমরা কি এমনটা চাই।