স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণে জাতিসংঘ বাংলাদেশকে চূড়ান্ত সুপারিশ প্রদান করেছে। এই সংক্রান্ত একটি পত্র জাতিসংঘের মহাসচিব জনাব গুয়েতেরেসের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের স্বীকৃতির সুপারিশ পত্রটি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি আরও বলেছেন যে, এ অর্জনের কৃতিত্ব দেশের আপামর জনগণের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্জনকে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উৎসর্গ করে যথার্থ কাজটি করেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানাই। তেমনি এই অর্জনকে জনগণের অর্জন বলে চিহ্নিত করেও তিনি সঠিক কথা বলেছেন। জনগণের দেশে, গণতান্ত্রিক ব্যবস্থায় এবং আবহে সবকিছুই জনগণের। তবে এ সাফল্য আমাদের প্রধানমন্ত্রীরও। তাঁর গতিশীল নেতৃত্ব ও অক্লান্ত পরিশ্রম এ অর্জনে বড় ধরনের সহায়তা করেছে। তাই তাঁকে অভিনন্দন ও কৃতজ্ঞতা।