ভারত-আফগানিস্তানকে নিয়ে সিরিজ আয়োজন করবে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

ভারত-বিসিবি-আফগানিস্তান
ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে ভারত ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তার আগে চলতি মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডায় হবে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ। সেখানেই ত্রিদেশীয় সিরিজ হওয়ার কথা ছিল। তবে সেটা এখন নভেম্বরে হবে বাংলাদেশের মাটিতে।

universel cardiac hospital

শুক্রবার থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা মিরপুরে অনুশীলন শুরু করেছেন। ১০ মার্চ ভারতে যাবেন তারা। বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্টের ম্যানেজার আবু ইমাম মো. কাওসার বলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য আমাদের খুব ভালো ট্রেনিং চলছে। কোচিং স্টাফরা সবাই আছেন। সিরিজটি নয়ডায় হবে, যা আফগানিস্তান হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে।

তিনি আরও বলেন, ভারতেই একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের কথা চলছিল। কিন্তু সেটা হচ্ছে না। নভেম্বরে ভারত ও আফগানিস্তানকে নিয়ে সিরিজটি বাংলাদেশেই হবে।

শেয়ার করুন