পশ্চিমতীর ও গাজায় যুদ্ধাপরাধ তদন্ত শুরু আইসিসির

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিন
ফিলিস্তিন। ফাইল ছবি

ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধ তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

আদালতের প্রধান আইনজীবী ফাতু বেনসৌদা এক বিবৃতিতে বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

universel cardiac hospital

ফিলিস্তিনের ভূমিতে ইসরাইল কোনো যুদ্ধাপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে এ তদন্ত শুরু করেছে আইসিসি।

২০১৪ সালে ফিলিস্তিনের গাজায় সহিংস কর্মকাণ্ড করায় আন্তর্জাতিক অপরাধ আদালতের নজরে পড়েছে ইসরাইল। এ জন্য দেশটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আইসিসি।

বিবৃতিতে বেনসৌদা বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত করছি। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয় বা পক্ষপাতহীনভাবে পরিচালিত হবে।

আন্তর্জাতিক আদালতের এই তদন্ত প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে আমি নিশ্চিত করছি যে, আমরা এই ‘বিকৃত বিচারের’ বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়ব।

ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আন্তর্জাতিক অপরাধ আদালতের যুদ্ধাপরাধ তদন্ত শুরুর ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে। তাদের দাবি, ইসরাইল আইসিসির সদস্য না হওয়ায় তাদের বিরুদ্ধে তদন্তের এখতিয়ার নেই আদালতের। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়ে আইসিসির পদক্ষেপকে ‘ন্যায়বিচার এবং মানবতার জয়’ বলে উল্লেখ করেছেন।

শেয়ার করুন