এক মাসে করোনার টিকা নিলেন প্রায় ৩৭ লাখ

নিজস্ব প্রতিবেদক

করোনার টিকা
ফাইল ছবি

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে একযোগে গণটিকাদান কার্যক্রম শুরু করে সরকার। সে হিসেবে শনিবার (৬ ফেব্রুয়ারি) গণটিকাদান কার্যক্রমের এক মাস পূর্ণ হয়। এ এক মাসে ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন।

এর মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন ও নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন।

universel cardiac hospital

শতকরা হিসেবে টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ শতাংশ ও নারী ৩৬ শতাংশ।

গত ২৭ জানুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রমের উদ্বোধন হয়। ওই দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়। তার পরদিন রাজধানীর পাঁচ হাসপাতালে পরীক্ষামূলক টিকা কার্যক্রম পরিচালিত হয় এবং সেদিন সবমিলে ৫৪১ জনকে টিকা দেওয়া হয়।

এর দশ দিনের মাথায় ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে গণ টিকাদান কার্যক্রম শুরু করে সরকার। প্রথম দিন ২৩ হাজার ৮৫৭ পুরুষ ও ৭ হাজার ৩০৩ নারীসহ মোট টিকা নেন ৩১ হাজার ১৬০ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে ১ লাখ ৯৮৩ জন করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গণটিকাদান শুরুর প্রথম দু’দিন এরচেয়ে কম গ্রহীতা টিকা নিয়েছিলেন।

তারপর থেকে শনিবারই সবচেয়ে কম মানুষ করোনার টিকা নিল।

শেয়ার করুন