কমিউনিস্টদের ‘হত্যার’ নির্দেশ দিলেন দুতার্তে

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যার’ মাধ্যমে ‘শেষ করে ফেলার’ নির্দেশ দিয়েছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। কমিউনিজমের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে আয়োজিত এক সরকারি সভায় শুক্রবার তার দেশের সেনাবাহিনী এবং পুলিশকে এ নির্দেশ দেন দুতার্তে। খবর আল-জাজিরার।

কমিউনিস্ট বিদ্রোহীদের উদ্দেশ্যে দুতার্তে বলেন, তোমরা সবাই দস্যু।

তোমাদের কোনো আদর্শ নেই। এমনকি চীন এবং রাশিয়া, তারাও এখন পুঁজিবাদী রাষ্ট্র।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট বলেন, আমি সেনাবাহিনী এবং পুলিশকে বলেছি, যদি কখনো কমিউনিস্ট বিদ্রোহীদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষ হয় তবে তাদের হত্যা করো। এরপর নিশ্চিত হও যাকে গুলি করা হয়েছে তার মৃত্যু হয়েছে কিনা। যদি মৃত্যু না হয়ে থাকে তবে সেখানেই তাকে হত্যা করো।

শেয়ার করুন