নিবন্ধন ৫১ লাখ ৩৬ হাজার, টিকা গ্রহীতা ৩৯ লাখ

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকা
ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন। এর মধ্যে টিকা নিয়েছেন ৩৯ লাখ ছয় হাজার ৫০০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক লাখ ১৭ হাজার ১৪৮ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।

সর্বমোট টিকা গ্রহণকারীদের মধ্যে ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন পুরুষ এবং ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন নারী।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১২ লাখ ২৭ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে ঢাকা মহানগরীতে ছয় লাখ ১০ হাজার ৫৬৯ জন, ময়মনসিংহ বিভাগে এক লাখ ৬৪ হাজার ৩৮২ জন, চট্টগ্রাম বিভাগে আট লাখ ২৪ হাজার ৭২ জন, রাজশাহী বিভাগে চার লাখ ২৩ হাজার ২৮৭ জন, রংপুর বিভাগে তিন লাখ ৫৭ হাজার ৫৩২ জন, খুলনা বিভাগে পাঁচ লাখ আট হাজার ৩৪২ জন, বরিশাল বিভাগে এক লাখ ৭৭ হাজার ৯৬৭ জন এবং সিলেট বিভাগে দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়েছিল। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণটিকাদান কর্মসূচি শুরু হয়।

দেশে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে, যা উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। প্রত্যেককে টিকার দুটি ডোজ নিতে হবে। গত এক মাস ধরে দেশে প্রথম ডোজের প্রয়োগ চলছে। দুই মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন