নদী সাঁতরে ইতালি ঢুকতে গিয়ে প্রাণ গেল ২ বাংলাদেশির

সুনামগঞ্জ প্রতিনিধি

রাজু আহমদ ও রিহান আহমদ
রাজু আহমদ ও রিহান আহমদ। ছবি

নদী সাঁতরে ইতালি ঢুকতে ক্রোয়েশিয়ায় অতিরিক্ত শীতে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতার দিয়ে ওপারে ইতালি যাওয়ার পথে অতিরিক্ত শীতে তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনা দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

universel cardiac hospital

নিহত রাজু আহমদ (২২) সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে এবং রিহান আহমদ (২২) জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

এদিকে সুনামগঞ্জের ছাতকে তাদের নিহতের খবর পৌঁছলে দুটি পরিবারেই ইউরোপের স্বপ্ন কান্নায় পরিণত হয়। তাদের বাড়িতে মা-বাবা ও আত্মীয়স্বজনরা বিলাপ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে জাউয়াবাজারে ব্যবসায়ী মাওলানা কারি জুনায়েদ আহমদ জানান, তাদের বসনিয়া থেকে ইতালি যাওয়ার কথা। তবে পথে ক্রোয়েশিয়ায় সীমান্তবর্তী একটি নদী সাঁতরে ওপারে যাওয়ার পথে অতিরিক্ত ঠাণ্ডায় তাদের মৃত্যু হয়।

এদিকে ইতালি প্রবাসী আনোয়ার হোসেন রানাও এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া দুটি শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সহসম্পাদক আমিনুল ইসলাম হিরণ প্রমুখ।

শেয়ার করুন