মামলার তারিখ জানিয়ে সাক্ষীর কাছে পৌঁছবে এসএমএস

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ইন্টারনেট

ফৌজদারি মামলায় আদালতে যথাসময়ে সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে প্রচলিত সমনজারি পদ্ধতির পাশাপাশি সাক্ষীর মোবাইল ফোনে সংক্ষিপ্ত বার্তার (এসএমএস) মাধ্যমে তারিখ জানানো হবে। এই সেবা দিতে আইন ও বিচার বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইন ও বিচার বিভাগের পক্ষে যুগ্মসচিব এএইচএম হাবিবুর রহমান ভুঁইয়া আর টেলিটকের পক্ষে জেনারেল ম্যানেজার প্রভাষ চন্দ্র রায় চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় আইন সচিব মো. গোলাম সারওয়ারসহ আইন ও বিচার বিভাগ এবং টেলিটকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

universel cardiac hospital

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনমন্ত্রী এবং আইন সচিবের তত্ত্বাবধানে আদালতে বিচারাধীন মামলা সম্পর্কে দ্রুততম সময়ে সাক্ষীকে অবগত করার জন্য এ চুক্তি হয়েছে। কুমিল্লা ও নরসিংদী জেলায় প্রাথমিকভাবে পাইলট প্রোগ্রামের মাধ্যমে কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এসএমএসের মাধ্যমে এই ডিজিটাল সমন জারির কার্যক্রম ১৮ মার্চ উদ্বোধন করা হবে। এর ফলে সহজে ও স্বল্প খরচে আদালতে সাক্ষীর উপস্থিতি নিশ্চিতের পাশাপাশি মামলা নিষ্পত্তিতে সময় কমে আসবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন