ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

জয়-লেখক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক ইউনিটের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আজ বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

universel cardiac hospital

এ বিষয়ে জয় ও লেখক বলেন, এক অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়। সেসময় ছাত্রলীগের সাংগাঠনিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

তারা আরও বলেন, করোনার কারণে মেয়াদোত্তীর্ণ ইউনিটের কমিটি গঠন থমকে ছিল, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে তিনি সংগঠনকে গতিশীল করতে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। করোনাকালে ছাত্রলীগের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন বলেও জানান তারা।

ছাত্রলীগের এই দুই নেতা আরও বলেন, করোনাকালে সংকটে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। সে বিষয়ে প্রধানমন্ত্রী প্রশংসা করেছেন। এছাড়াও ৭ মার্চের কর্মসূচিরও প্রশংসা করেছেন তিনি।

সম্মেলন আয়োজনের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তারা বলেন, এ ধরণের কোনো নির্দেশনা বা আলোচনা হয়নি। তবে একটি পক্ষ গুজব ছড়াচ্ছে। তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।

শেয়ার করুন