ইরান ইস্যুতে বৃহস্পতিবার ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শক কমিটির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই বৈঠক হয়েছে। খবর আনাদোলু।
ইরানের নাম উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন প্রশাসন চায় ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি ইরানসহ সব পক্ষ মেনে চলুক।
২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে বের করে আনে। এর পর থেকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকলে উৎকণ্ঠা বাড়তে থাকে ইসরাইলের।
ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে ট্রাম্পের পর বাইডেন প্রশাসনও একের পর এক চাপ প্রয়োগ করছে তেহরানের ওপর।
সম্প্রতি নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের কথা হচ্ছে—পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে হলে আগে যুক্তরাষ্ট্রকে তেহরানের ওপর আরোপ করা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
তবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চান, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা ওই পরমাণু কর্মসূচির চুক্তিতে ফিরে না যাক। ইহুদিবাদী এ দেশটি বরাবরই ইরানের ওপর হামলা করার জন্য যুক্তরাষ্ট্রকে প্ররোচনা দিয়ে আসছে।