হাতবোমা মেরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

আখাউড়া প্রতিনিধি

হাতবোমা মেরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
ছবি : সংগৃহীত

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে ওই ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের প্রবাসী বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) এবং দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫) আহত হন। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

universel cardiac hospital

আহত নাঈম জানান, ভোররাতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। এসময় তারা বাধা দিলে ডাকাতরা তাদেরকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

এর আগে দ্বিজয়পুর গ্রামের সৌদি ফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। এসময় ডাকাতরা ঘরের সমস্ত মালামাল তছনছ করে।

স্থানীয় বাসিন্দা শাহজাহান খন্দকার ও তাহের মিয়া জানান, ভোররাতে বোমার বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙে। পরে চিৎকার শুনে তাদের বাড়িতে ছুটে যান। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে বলেও জানান ওসি।

শেয়ার করুন