বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত সাড়ে ৩ লাখ, মৃত্যু সাড়ে ৫ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
ফাইল ছবি

বিশ্বব্যাপি করোনা ভাইরাসের টিকাদান জোরকদমে চললেও এর প্রকোপ এখনো থামছে না। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা সাড়ে ২৬ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৪ লাখ।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭৬৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৩ হাজার ৯৬৫ জন।

universel cardiac hospital

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৬ লাখ ৬৪ হাজার ৯৬৩ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১২ কোটি ৪ লাখ ৭ হাজার ৫৩০ জন মানুষ।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৩২৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনা ভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৮১ হাজার ৬৫৭ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৩৪ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৭০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮৫ হাজার ১৫৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৭৬২ জন।

শেয়ার করুন