করোনা পরিস্থিতি খারাপ হলে বইমেলা নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি

অমর একুশে গ্রন্থমেলা
ফাইল ছবি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘আগে জীবন। যদি কোভিডের সংক্রমণ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, মেলা চালানোর মতো আর সুযোগ না থাকে, সেক্ষেত্রে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতেই হবে।’

মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মহামারিকে আমন্ত্রণ জানানো যাবে না। সেক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত নিতে হতে পারে। তখন অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে প্রার্থনা করছি, সংক্রমণ পরিস্থিতি যেন সে পর্যায়ে না যায়।’

অভিভাবকদের সঙ্গে এসে ছোট শিশুরা শিশুপ্রহরে ঘুরে বেড়ায়, বই কিনে ও খেলাধুলা করে সময় কাটায়। এ বছরও সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপ্রহর রাখা হয়েছে। তবে তবে মহামারি করোনা ভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে শুরু হতে যাওয়া বইমেলার প্রথম দিকে ‘শিশুপ্রহর’ থাকবে না বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।

আগামী ১৮ মার্চ বইমেলার উদ্বোধন উপলক্ষে আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শেয়ার করুন