যুক্তরাষ্ট্রে তিন ম্যাসাজ পার্লারে গুলি, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ম্যাসাজ পার্লারে গুলি
ছবি : ইন্টারনেট

মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় তিনটি ম্যাসাজ পার্লারে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ৮ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কয়েকজন। বন্দুক হামলার কয়েকঘণ্টা পর জর্জিয়ার দক্ষিণাঞ্চল থেকে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এক ব্যক্তিই তিন স্থানে গুলি চালিয়েছেন। খবর রয়টার্সের

খবরে বলা হয়েছে, মঙ্গলবার একটি এসইউভি গাড়িতে করে এসে আটলান্টার চেরোকি কাউন্ট্রির তিনটি ম্যাসাজ পার্লারে হামলা চালায় ওই বন্দুকধারী। পার্লারের সামনে গিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে সে। এতে ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান। তাদের মধ্যে ছয়জনই নারী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে, গুলি করেই পালিয়ে গিয়েছে বন্দুকধারী। নিহতদের মধ্যে বেশিরভাগই এশিয়ান দেশগুলোর নাগরিক বলে জানা গেছে।

হামলার ঘটনার পর স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীর সন্ধানে অভিযানে নামে পুলিশ। এছাড়া কী কারণে হামলা করা হয়েছে তার বিস্তারিত তদন্ত শুরু করে তারা।

এর একদিন আগে শিকাগোয় একটি পার্টিতে গুলির ঘটনায় ২ জন নিহত হন। পুলিশের ধারণা, পার্টিতে অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে ঝগড়ার ফলে গুলির ঘটনা ঘটে।

শেয়ার করুন