দেশে টিকা নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার জন

নিজস্ব প্রতিবেদক

করোনা টিকা
ফাইল ছবি

দেশে এ পর্যন্ত ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন মানুষ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন। আর টিকা নিতে নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার ৪৪২ জন।

টিকা গ্রহণকারীদের মধ্যে ২৮ লাখ ৯৭ হাজার ৬৪ জন পুরুষ এবং ১৬ লাখ ৮৩ হাজার ৩২৭ জন নারী রয়েছেন।

universel cardiac hospital

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯৪ হাজার ৪৩৭ জন করোনা টিকা গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ৫২ হাজার ৭০৯ এবং নারী ৪১ হাজার ৭২৮ জন।

এ পর্যন্ত ঢাকা বিভাগে টিকা গ্রহণ করেছেন ১৪ লাখ ৪৯ হাজার ৪০২ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে সাত লাখ ৩৮ হাজার ১১৩, ময়মনসিংহ বিভাগে দুই লাখ ৩৪৭, চট্টগ্রাম বিভাগে নয় লাখ ৪৩ হাজার ২২০, রাজশাহী বিভাগে পাঁচ লাখ লাখ হাজার ৪০১, রংপুর বিভাগে চার লাখ ৩৭ হাজার ৪৯, খুলনা বিভাগে পাঁচ লাখ ৯৯ হাজার ৭৪৫, বরিশাল বিভাগে দুই লাখ তিন হাজার ৩৬৮ এবং সিলেট বিভাগে দুই লাখ ৪৫ হাজার ৮৫৯ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে টিকা দেয়া হয়। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪৬ জনকে পর্যবেক্ষণমূলক টিকা দেয়া হয়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়।

শেয়ার করুন