ব্রাজিলে একদিনে রেকর্ড ৯০ হাজার ৩০৩ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলে করোনায় মৃ্ত্যু
ব্রাজিলে করোনায় মৃ্ত্যু। ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারি করোনাভাইরাস।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৯০ হাজার ৩০৩ জন। একদিনে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড এটি। খবর আলজাজিরার।

universel cardiac hospital

আক্রান্তের পাশাপাশি এ সময়ের মধ্যে অন্যসব দেশ থেকে মৃত্যুও হয়েছে সবচেয়ে বেশি, দুই হাজার ৭৩৬ জন।

টানা দুদিন ধরে দেশটিতে করোনায় মৃত্যু আড়াই হাজারের ওপরে। এর আগের দিন মারা গেছে দুই হাজার ৭৯৮ জন।

করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে।

ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, দুদিন আগে দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৮ জন। গত একদিনে বিশ্বে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

একই সময়ে ব্রাজিলে করোনা আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ১২৪ জন। তিন দিন আগে এই সংখ্যা ছিল ৪২ হাজার ১০৭ জন।

দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় এক কোটি ১৭ লাখ ৪৩১ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন দুই লাখ ৮৫ হাজার ১৩৬ জন।

গত কয়েক দিন ধরে ব্রাজিলে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটছে। এ জন্য করোনার অতিসংক্রমক নতুন স্ট্রেইনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশটি বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।

শেয়ার করুন