বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো জুনে চলে যাওয়ায় মার্চের ফিফা উইন্ডো কাজে লাগিয়ে তিন জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্ট আয়োজন করেছে নেপাল। বাংলাদেশও সুযোগটা কাজে লাগিয়ে অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে।
২৩ থেকে ২৯ মার্চ অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট থেকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) পঞ্চাশ লাখ রুপি লাভের প্রত্যাশা করছে। আনফার মুখপাত্র কিরণ রাই সংবাদ সম্মেলনে বলেছেন, এই টুর্নামেনেন্টে তাদের বাজেট ১ কোটি রুপি। টুর্নামেন্ট থেকে ৫০ লাখ রুপি লাভ থাকবে বলে আশা করছি।
নেপাল, বাংলাদেশ ও কিরগিজস্তান অলিম্পিক দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। অতিথি দুই দলের মধ্যে বাংলাদেশ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে কাঠমান্ডু পৌঁছেছে। অন্য অতিথি দল কিরগিজস্তান কাঠমান্ডু পৌঁছাবে রোববার।
কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। ২৩ মার্চ উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে দুই অতিথি দল।