বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নিউজিল্যান্ডের ডানেডিনে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজের আগে শক্তিমত্তার দিক থেকে যোজনযোজন এগিয়ে নিউজিল্যান্ড। অতীতে কখনও নিউজিল্যান্ডকে তাদের মাঠে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির কোনো ফরম্যাটে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এ সফরে তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে অতীতের সেই জয়ের খড়া কাটাতে চায় তামিম ইকবালরা।
টাইগারদের জন্য এ সফরে বড় সুযোগ হলো- নিউজিল্যান্ড দলের তারকা দুই ক্রিকেটার অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ তারকা ব্যাটসম্যান রস টেইলর নেই। এ সুযোগে তামিম ইকবালরা যদি নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারেন তাহলে হয়তো প্রথম জয়ের স্বাদ পেয়েও যেতে পারে বাংলাদেশ দল।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, ডেভন কনওয়ে, উইলিয় ইয়ং, টম লাথাম, জেমস নিশাম, মিচেল সেন্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।