এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন।
রোববার তার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গতকাল শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন তিনি।
রোববার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ডা. এনামুর রহমান বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টাইনে রয়েছেন।
গত বছরের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ার পর থেকে অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদ এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বেশির ভাগ সেরে উঠলেও বেশ কয়েকজন মারা গেছেন।