বিশ্বে করোনায় মৃত্যু ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জনের

আন্তর্জাতিক ডেস্ক

করোনায় মৃত্যু
ফাইল ছবি

বিশ্বের বিভিন্ন দেশে টিকাদান জোরেশোরে চললেও করোনা ভাইরাস মহামারির পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এখন পর্যন্ত ১২ কোটি ৩৮ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন প্রায় ১০ কোটি।

গত একদিনে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৯১৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৫০৭ জন।

universel cardiac hospital

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৭ লাখ ২৭ হাজার ৪২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বে ১২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার ৯০৪ জন।

করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৪৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন।

এই মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ২১ হাজার ৭৬৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ৫৫ হাজার ৩১৪ জন।

ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানে উঠে আসা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ২৩৩ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৯৪ হাজার ১১৫ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৭১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬০ হাজার ৩ জন।

শেয়ার করুন